ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে ২৪ এর গণ-অভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষ্যে শহীদী মার্চ কর্মসূচি পালন

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষ্যে শহীদী মার্চ কর্মসূচি পালন করা হয়েছে৷ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল জেলার সকল সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়৷
  • আপলোড তারিখঃ 07-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20363 জন
নড়াইলে ২৪ এর গণ-অভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষ্যে শহীদী মার্চ কর্মসূচি  পালন ছবির ক্যাপশন: নড়াইলে ২৪ এর গণ-অভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষ্যে শহীদী মার্চ কর্মসূচি পালন
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষ্যে শহীদী মার্চ কর্মসূচি পালন করা হয়েছে৷ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল জেলার সকল সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়৷ শহীদী মার্চ উপলক্ষে একটি রেলীর আয়োজন করা হয় । ভিক্টোরিয়া কলেজ থেকে শুরু করে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়৷ এসময় উপস্থিত ছিলেন, মো: রোমান শেখ, বিএম মোস্তাফিজুর রহমান, সাদমান হাফিজ শুভ, শাহরিয়ার পারভেজ ইমন, মোঃ মহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল নূরসহ নড়াইল জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ এসময় মো: রোমান শেখসহ অন্যান্য বলেন, প্রিয়দেশবাসী আমরা আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই যে সকল শাসক ও দোসশেরা এ অঘটন ঘটিয়েছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক৷ আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক৷ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলতেই থাকবে৷ আপনারা সবাই জেনে থাকবেন জুলাই মাসের এক তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছিল আগষ্টের পাচ তারিখে তা শেষ হয়েছিলো হাজারো মানুষ রক্তাক্ত হয়েছিলো, হাজার হাজার মায়ের বুক খালি হয়েছিলো, হাজারো মানুষের স্বপ্ন হয়েছিল, প্রিয় দেশবাসী আজকের এ বিজয়ের দিনে আমরা আপনাদেরকে জানাতে চাই যেসকল ভাই-বোনদের রক্তের বিনিময়ে আমরা এ বিজয় পেয়েছি তার একমাস পূর্তি উদযাপন করছি৷ তখন যেসকল সৈরাশাসক একাজে জড়িত ছিলো তারা অনেকে এখনো নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে দেশ ও দেশের বাইরে৷ আমরা জানি বাংলাদেশের আকাশ এখনো শকুনের থাবা থেকে শকুনের স্বীকার থেকে এখনো মুক্ত হয়নি৷ আমরা চাই বাংলার জমিন সকল প্রকার দোসর থেকে মুক্ত হোক৷ যারা দেশের বাইরে চলে গিয়েছিল তাদেরকে ফেরত আনা হোক এবং দ্রুত বিচার চার্মিনাল গঠন করে দ্রুত বিচারের আওতায় আনা হোক৷ আমরা আবারো বলতে চাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলতেই থাকবে৷


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলের লোহাগড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১০২ জনের নামে মামলা