ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলের নবাগত জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহানের সঙ্গে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 20-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14653 জন
নড়াইলের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: নড়াইলের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের নবাগত জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহানের সঙ্গে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিত হন নবাগত জেলা প্রশাসক। এরপর মতবিনিময়কালে নড়াইল জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন গণমাধ্যমকর্মীরা৷ গণমাধ্যমকর্মীরা তাদের বক্তব্যে সম্ভাবনাময় নড়াইল জেলাকে এগিয়ে নিতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন৷ এছাড়া উন্নয়নের প্রতিবন্ধকতা নড়াইলের বিভিন্ন দফতরের অনিয়ম দুর্নীতির কথাও তুলে ধরা হয়। গণমাধ্যমকর্মীরা নড়াইল পৌরসভার জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের বেহালদশা, চিত্রা নদীর অবৈধ দখল ভূমিদস্যুদের হাত থেকে নিরীহ মানুষকে রক্ষাসহ বিবিধ তথ্য-উপাত্ত তুলে ধরেন। গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, কার্ত্তিক দাস, আজিজুল ইসলাম, খাইয়রুল আরেফিন রানাসহ অনেকে বক্তব্য তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক তার বক্তব্যে নড়াইলের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে বিভিন্ন অফিসের অনিয়ম ও দুর্নীতি রোধে সবার সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে শিক্ষকেদর পূর্ণ দিবস কর্মবিরতী ও মানববন্ধন অনুষ্ঠিত