ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের (এক দফা) দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 29-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 40926 জন
নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন ছবির ক্যাপশন: নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের (এক দফা) দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে লোহাগড়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মো: আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ শওকত, যুগ্ম আহবায়ক শেখ আশকাত, যুগ্ম আহবায়ক কাজী ইমরান হোসেন, সদস্য সচিব হাসান আরিফ লিমন, সদস্য রকিবুল ইসলাম ডাইমন্ড, সদস্য খালিদ হাসান রানা, সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো: কামরুজ্জামান, সদস্য নীলিমা সুলতানাসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মানুষ গড়ার কারিগর আমাদের যে গ্রেডে বেতন প্রদান করা হয় তা যথেষ্ট নয়। এই বেতন নিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে খুবই কষ্ট হয়। প্রতিদিন টিফিন বাবদ মাত্র ৬ টাকা দেওয়া হয় যে টাকা দিয়ে কিছুই হয় না। এ সময় সহকারী শিক্ষকরা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নিকট ১০ গ্রেড প্রদান করার জোর দাবী জানান। মানববন্ধন শেষে সহকারী শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর