ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে৷ প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পিয়ালি নামে এক এসএসসি
  • আপলোড তারিখঃ 08-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36015 জন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু ছবির ক্যাপশন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে৷ প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পিয়ালি নামে এক এসএসসি পরিক্ষার্থী ও সংগীত শিল্পী সড়ক দূর্ঘটনায় মারা গিয়েছেন। সোমবার (৭ অক্টোবর) নড়াইল সদরের বাশভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পিয়ালি অধিকারী নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বিরেন অধিকারীর কন্যা। পিয়ালির বাবা বিরেন অধিকারী জানান, প্রতিদিনের মতো মেয়ে সকালে বাড়ি থেকে ৫ কিঃমিঃ দূরত্বের নড়াইল শহরে এসে প্রাইভেট পড়ে ইজিবাইকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাশভিটা এলাকায় গেলে তার কামিজের কাপড় ইজিবাইকের মোটরের সাথে জড়িয়ে গেলে গুরুতর জখম হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পিয়ালীর মৃত্যুর ঘটনায় নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মকর্তাবৃন্দ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর