ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গুগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকিড়া গ্রামের বাসিন্দা রাজু আহমেদ (২৬) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
  • আপলোড তারিখঃ 04-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 37153 জন
নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গুগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গুগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকিড়া গ্রামের বাসিন্দা রাজু আহমেদ (২৬) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা নেওয়ার পথে রাজু মারা যায়। রাজু আহমেদ ঝিকিড়া গ্রামের সাকায়েত ফকিরের ছেলে। মৃত রাজু ফকিরের ভাগ্নে মাহামুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ৩ দিন ধরে রাজু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। এদিন দুপুরে রাজুকে ঢাকা নেওয়ার পথে বেলা ১২টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। উল্লেখ্য, নড়াইলসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বিশেষজ্ঞরা জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বাসাবাড়ি এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বলছেন। ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেয়। তাই মশার বিস্তার রোধে যেকোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত পরিষ্কার করার তাগিদ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর