ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম মুরগি সাপ্লাই বিএনপির ছাত্রদলের রাজনীতির অপব্যবহার

ছাত্রলীগ সভাপতি হাত বদলে ছাত্রদলের প্রভাব চলছে চট্রগ্রাম নগরী চকবাজার হোটেলের মুরগি সাপ্লাইয়ে।হোটেল ব্যবসায়ীরা অন্যের নির্ধারিত অবৈধ
  • আপলোড তারিখঃ 05-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 163511 জন
চট্টগ্রাম মুরগি সাপ্লাই বিএনপির ছাত্রদলের রাজনীতির অপব্যবহার ছবির ক্যাপশন: চট্টগ্রাম মুরগি সাপ্লাই বিএনপির ছাত্রদলের রাজনীতির অপব্যবহার
ad728

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগ সভাপতি হাত বদলে ছাত্রদলের প্রভাব চলছে চট্রগ্রাম নগরী চকবাজার হোটেলের মুরগি সাপ্লাইয়ে।হোটেল ব্যবসায়ীরা অন্যের নির্ধারিত অবৈধ মূল্য তালিকায় মুরগি ক্রয় করতে বাধ্য হচ্ছে।বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বে চকবাজার ছাত্রলীগ এর সভাপতি সাদ্দাম হোসেন ইভান একাধারে জোরপূর্বক মুরগি সাপ্লাই দিত চকবাজার এলাকায় গড়ে উঠা সকল হোটেল রেস্তরায় হোটেল মালিকগণ বাধ্য হয়ে তার ক্ষমতার কাছে হার মানতে হতো অধিক মূল্যে ও ওজনে কম হলেও প্রতিবাদ করার সুযোগ ছিলনা ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগ ক্যাডার সাদ্দাম হোসেন ইভানের বিরুদ্ধে।

বৈষম্য বিরোধী আন্দোলনের পরমুহূর্তে সাদ্দাম হোসেন ইভান গাং রা পলাতক হলেও,তাদের মুরগি সাপ্লাইয়ের পরিধি চকবাজার এলাকাটি কেড়ে নিয়ে, একই কায়দায় নতুন ভাবে প্রভাব বিস্তার করে চলছে চকবাজার থানা আহবায়ক আলাউদ্দিন আলো ও সদস্য সচিব ক্যাডার ইমরান লিটন।চকবাজার একটি ঘনবসতি এলাকা সেই সুবাদে ছোট-বড় বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত অত্র এলাকায় ব্যবসা করে আসছে।এ ব্যাপারে জানার জন্য দৈনিক ভোরের সকাল প্রতিবেদক আলাউদ্দিন আলোর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার মুরগির ব্যবসা আছে আমি তাই মুরগি দিচ্ছি।সম্প্রতি কেন্দ্রীয় বিএনপি হতে বিভিন্ন প্রকার অভিযোগের কারণে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি ভেঙ্গে দেওয়া হলেও এখনো দলীয় পরিচয়ে তারা আধিপত্য বিস্তার সহ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণে মরিয়া হয়ে উঠেছে।চকবাজারের সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন,বিএনপি'র কাছের জনগণের অনেক চাওয়া পাওয়া এদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট সহ অনেক ক্ষতি হতে পারে,যা কাম্য নয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর