ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
  • আপলোড তারিখঃ 15-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 157287 জন
ঝিনাইদহে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু ছবির ক্যাপশন: ঝিনাইদহে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।।  



ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 



মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 


অনামিকা দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 


স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। অনামিকা কিছুদূর গেলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। এর কিছু সময় পর অনামিকার শরীর পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার শিশির কুমার সানা বলেন, হাসপাতালে আনার আগেই অনামিকার মৃত্যু হয়েছে। 


কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, কয়েকজন মিলে গোসল করতে গিয়ে চিত্রা নদীর পানিতে ডুবে যায় অনামিকা। এরপর তার সাথে থাকা কয়েকজন বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর