ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যাস্কুল ছাত্রীর আত্মহত্যা

নড়াইলের কালিয়া উপজেলায় বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া আক্তার (১৩
  • আপলোড তারিখঃ 20-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 148613 জন
নড়াইলের কালিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যাস্কুল ছাত্রীর আত্মহত্যা ছবির ক্যাপশন: নড়াইলের কালিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যাস্কুল ছাত্রীর আত্মহত্যা
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়া উপজেলায় বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী। বুধবার (১৬ অক্টোবর) কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের এক ভাড়া বাসায় সে আত্মহত্যা করে। লামিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামের আলমগীর হোসেনের বড় মেয়ে। সে চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন তিন মেয়েকে নিয়ে গত এক বছর ধরে পুরুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। বুধবার সকাল ১০টার দিকে লামিয়া গেম খেলার জন্য তার বাবার ব্যবহৃত মোবাইল চায়। বাবা মোবাইল না দিয়ে ছোট মেয়ে মাহিয়াকে নিয়ে তার চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে চলে যান। মোবাইল না পায়ে অভিমানে লামিয়া ঘরের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছু সময় পরে জানালার ফাঁক দিয়ে আশেপাশের লোকজন লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবাকে ফোনে বিষয়টি জানায়। লামিয়ার মা বিদেশে এবং মেঝো বোন প্রাইভেট পড়তে পুরুলিয়া স্কুলে থাকায় বাড়িতে কেউ ছিল না। পরে লামিয়াকে উদ্ধার করে স্থানীয় চাঁচুড়ী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর