ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের
  • আপলোড তারিখঃ 23-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18619 জন
রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ ছবির ক্যাপশন: রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে রূপগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রনেতা আব্দুর রহমান মেহেদী, শাফায়াত উল্লাহ, রাফায়েতুল হক তমাল, তুহিন বিন আব্দুর রাজ্জাক, হাসিবুর রহমান, লামিয়া খাতুন, শাহরিয়ার, কাজী ইয়াজুর রহমান বাবু প্রমুখ। বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। এতে তিনি শপথ ভঙ্গ করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিরুদ্ধেও বিক্ষোভ প্রদর্শন করেন বিপ্লবী ছাত্র-জনতা।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর