ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ওজোপাডিকোর লাইন সহকারীদের বিক্ষোভ

চাকরির বয়স শিথিল করে শূন্য কোঠায় দৈনিক মজুরি ভিত্তিক স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা।
  • আপলোড তারিখঃ 25-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 170251 জন
ঝিনাইদহে ওজোপাডিকোর লাইন সহকারীদের বিক্ষোভ ছবির ক্যাপশন: ঝিনাইদহে ওজোপাডিকোর লাইন সহকারীদের বিক্ষোভ
ad728

সিনিয়র ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।  চাকরির বয়স শিথিল করে শূন্য কোঠায় দৈনিক মজুরি ভিত্তিক স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে কর্মবিরতি দিয়ে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি অফিসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে লাইন সহকারী ইমামুল হক রকি, মশিউর রহমান, টিপু সুলতান, শাহিন আলম, আমির হোসেন, মিঠু শেখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় আন্দোলনকারী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বছরের বছর বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন ভাতা পান না। আমাদের দিয়ে কাজ করানোর পরও কর্তৃপক্ষ চাকরি স্থায়ী করছেন না। তাই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা। তাদের চাকরি স্থায়ী করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে লাইন সহকারীদের কর্মবিরতি পালন করায় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর