ঢাকা | বঙ্গাব্দ

সাবেক এমপি আলহাজ্ব শহিদুজ্জামান বেল্টুর ইন্তেকাল

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ,
  • আপলোড তারিখঃ 29-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14915 জন
সাবেক এমপি আলহাজ্ব শহিদুজ্জামান বেল্টুর ইন্তেকাল ছবির ক্যাপশন: সাবেক এমপি আলহাজ্ব শহিদুজ্জামান বেল্টুর ইন্তেকাল
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।  ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শহীদুজ্জামান বেল্টু ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। আজ মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে তার প্রথম জানাজা ও দুপুর ২টায় কালীগঞ্জ সরকারী ভুষন স্কুল মাঠে ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।  জানাজায় বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড কামাল আজাদ পান্নু , কালীগঞ্জ উপজেলা বিএনপির আলহাজ্ব মাহবুবার রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদসহ থানা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।  এরপর তার মরদেহ মরহুমের গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলা হাসনহাটি গ্রামে নেওয়া হয়। সেখানে সর্বশেষ এশা বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুজ্জামান বেল্টুর মৃত্যুতে তার নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুরে ভূষন স্কুল মাঠে তার জানাজায় বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মী সহ হাজার হাজার ধর্মপ্রান মানুষেরা অংশ নেন। ৪ বারের সাংসদ জনপ্রিয় এ নেতার মৃত্যুতে বাংলাদেশের এটর্নি জেনারেল এ্যড. আসাদুজ্জামান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামানসহ কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর