ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

নড়াইল সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় রায়হান (৮) নামে এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর)
  • আপলোড তারিখঃ 02-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25116 জন
নড়াইলে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত ছবির ক্যাপশন: নড়াইলে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় রায়হান (৮) নামে এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার জঙ্গলগ্রাম উত্তরপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রায়হান সদর উপজেলার জঙ্গলগ্রাম উত্তরপাড়ার সৈয়দ মামুন ওরফে টগরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রায়হানের দাদী মারা গেলে তারা গ্রামের বাড়িতে যান। কর্মব্যস্ততার কারণে তার মা-বাবা শহরে চলে এলেও গ্রামের পরিবেশ ভালো লাগায় সে তার ফুফুদের কাছে থেকে যায়। এরপর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কের জঙ্গলগ্রাম উত্তরপাড়া মসজিদের সামনে একটি চলন্ত ইজিবাইক রায়হানকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে রায়হানকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খুলনা নেওয়ার পথে সে মারা যায়। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভুইঁয়া বলেন, সকালে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে চন্ডিবরপুর ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ ওসিকুল ইসলাম বলেন, রায়হান ইজিবাইকের ধাক্কায় মারা গেছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহ কালীগঞ্জে পৈত্রিক বে-দখল জমি উদ্ধার ও দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে এক পরিবারের সংবাদ সম্মেলন