ঢাকা | বঙ্গাব্দ

কড়াই গাছে গরিবের ‘সুপারশপ’

সড়কের পাশে শতবর্ষী কড়াই গাছ। সেই গাছের গায়ে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী সবজির দোকান
  • আপলোড তারিখঃ 10-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1216421 জন
কড়াই গাছে গরিবের ‘সুপারশপ’ ছবির ক্যাপশন: কড়াই গাছে গরিবের ‘সুপারশপ’
ad728

সিনিয়ার স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।  সড়কের পাশে শতবর্ষী কড়াই গাছ। সেই গাছের গায়ে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী সবজির দোকান। মাটি থেকে কয়েকফুট উপরে খড় দিয়ে তৈরি করা হয়েছে চালা। তার নিচে কাঠ ও বাশ দিয়ে করা হয়েছে সবজির রাখার জন্য ৪ স্তরের র‌্যাক। সেখানে সাজানো রয়েছে সবজি। প্রত্যেকটি সবজির দামও লিখে রাখা হয়েছে সবজির পাশে। স্থানীয়রা এই দোকানটিকে গরিবের সুপারশপ বলেই জানে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের  বৈশাখী পাম্পের বিতরীতে ভূষণ সড়কে ব্যতিক্রমী এ দোকান করেছেন উপজেলার দক্ষিণ আড়পাড়া গ্রামের মাসুদ রানা।   এক সময়ে মালয়েশিয়া প্রবাসী মাসুদ রানা স্ত্রীর প্রতারণায় দেশে ফিরে হারিয়েছে সবকিছু। সংসার চালাতে করেছেন চাকরি ও ব্যবসা। সবকিছু হারিয়েছে নিঃস্ব হয়ে এক বছর আগে সড়কের পাশের এই গাছটিতে তিনি দোকান দিয়েছেন। এখানে তিনি বিক্রি করেন আলু, কপি, শিম, বেগুন, পটল, ঢেঁড়স, মিষ্টিকুমড়া, শসাসহ প্রায় সব প্রকার সবজি। স্থানীয় বাজার থেকেও কিছুটা কমে তার দোকানে পাওয়া যায় টাটকা এসব সবজি। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এ দোকান। স্থানীয় যুবক কামরুজ্জামান রকি বলেন, এই দোকানের নাম দেওয়া হয়েছে গরিবের সুপার শপ। বাজার থেকে কম দামেই বিভিন্ন সবজি পাওয়া যায় এখানে। এটি একটি ব্যতিক্রমী দোকান। দোকানদার না থাকলেও আপনি জিনিসপত্র কিনতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহ কালীগঞ্জে পৈত্রিক বে-দখল জমি উদ্ধার ও দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে এক পরিবারের সংবাদ সম্মেলন