নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল শহরকে যানজট মুক্ত করতে ও নতুন রেলস্টেশনে যাতায়াত সহজিকরণে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবা শহরের আদালত সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। নড়াইলের সচেতন নাগরিক সমাজ ও নড়াইল উন্নয়ন আন্দোলনের দুইটি ব্যানার এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নতুন রেলস্টেশনে যাতায়াতের জন্য ভালো কোনো সড়ক নেই। যে সড়ক আছে, সেটি অনেক প্যাচানো। ওই সড়ক ব্যবহারে শহরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের অনেকপথ ঘুরে যেতে হবে, তাতে ভোগান্তি বাড়বে এবং শহরে যানজট সৃষ্টি করবে। তাই নতুন বাসটার্মিনাল থেকে রেলস্টেশন হয়ে মাগুরা সড়কের সাথে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি তাদের। নড়াইলে কোটি কোটি টাকা ব্যায়ে স্টেশন নির্মিত হলেও রাস্তার অভাবে যাত্রী সংকটে পড়তে যাচ্ছে রেলগাড়ী। নড়াইলের মানুষ রেল গাড়িতে চড়ে অল্প সময়ে ঢাকা, খুলনা যশোর ও বেনাপোল যাবে কিন্তু সেই আশা পূরণে গুড়েবালি। মানববন্ধনের কয়েকজন বক্তা বলেন, স্টেশনে যাওয়ার ভালো রাস্তা নাই। যেটা আছে সেটাও কান ঘুরিয়ে দেখানোর মত। অর্থাৎ যেখানে নড়াইল নতুন বাস টার্মিনাল টু রেল স্টেশন এক কিলোমিটারের রাস্তা, সেখানে বর্তমান যোগাযোগ ব্যবস্থায় টার্মিনাল থেকে রেলস্টেশনে আসতে হলে প্রায় ৪ কিলোমিটার রাস্তা ঘুরতে হবে। মানববন্ধনকারীদের দাবি, নতুন বাস টার্মিনালের উত্তর-পশ্চিম পাশ থেকে রেলস্টেশন পর্যন্ত রেলের নির্মাণকাজে যে সড়কটি ব্যবহৃত হয়েছে, সেই সড়ক চলাচলের জন্য বাস্তবায়ন করতে হবে। এটি চালু হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ সহজেই স্টেশনে যেতে পারবেন। অন্যথায় তাদের দুর্গাপুর ঘুরে রেলস্টেশনে যেতে হবে। এতে নড়াইল শহরে চাপ বেড়ে যানজট সৃষ্টি হবে।