ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় লাটা চাপায় চালকের সহকারী তাওফিক তালুকদার (২০) নামে এক যুবক
  • আপলোড তারিখঃ 24-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16018 জন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ছবির ক্যাপশন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলায় লাটা চাপায় চালকের সহকারী তাওফিক তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওফিক তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে। লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই যুবক কাঠবোঝাই গাড়ির ওপরে বসে ছিলেন। প্রথিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। এ ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহযোগী পালিয়ে যায়। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত