ঝিনাইদহ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

মোঃ হাসানুর রহমান হাসু, সিনিয়র স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহ পৌরসভার নব-নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩ অক্টোবর, ২০২২) দুপুরে পৌর মিলনাতায়নে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম সকল দায়িত্ব বুঝে দেন। এসময় নব-নির্বাচিত মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেো০ন। এর আগে গত পরশু (২ অক্টোবর, ২০২২) খুলনা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে নব-নির্বাচিত প্রতনিধিরা শপথ গ্রহন করেন। উল্লেখ্য- মামলা জটিলতায় স্থগিত থাকা ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ সেপ্টেম্বর। এর আগে চলতি বছরের ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৪ মাস নির্বাচন বন্ধ থাকার পর আপিল বিভাগের রায়ে সব আইনী জটিলতার অবসান হয় এবং আদালতের আদেশ মোতাবেক নতুন করে গত ১১ সেপ্টেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। এনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল মেয়র নির্বাচিত হন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *