ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জে আগুনে পুড়ল ১২টি দোকান

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। সোমবার ( ২৪
  • আপলোড তারিখঃ 24-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1230360 জন
কালীগঞ্জে আগুনে পুড়ল ১২টি দোকান ছবির ক্যাপশন: কালীগঞ্জে আগুনে পুড়ল ১২টি দোকান
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ।। 


 


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ একটি দোকানে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


দীপক হোটেলের ঘর মালিক বিএনপি নেতা তরিকুল ইসলাম জানান, আমার দুইটা ঘর ছিল দুইটাই পুড়ে ছাই হয়ে গেছে ।


অগ্নিকাণ্ডে দীপকের হোটেলসহ, মুদি, ইলেকট্রনিকস, ও অন্যান্য দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এতে তাদের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।


কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলের বাঁশগ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা