
মোঃ হাসানুর রহমান হাসু সিনিয়র স্টাফ রিপোর্টার ।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সরকার দেশকে নরকে পরিণত করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের চিহ্নও থাকবে না। এমনকি তারা ১০টি আসনও পাবে না। আর এই ভয়েই তারা বিভিন্ন টাল বাহানা শুরু করেছে। গতকাল ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে মির্জা ফখরুল এ কথা বলেন।
খুলনা মহানগরের কর্ণধার এ্যাড এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সোনালী ব্যাংক চত্বরে দুপুর ১টার দিকে সমাবেশ শুরু হয়। তিনি বলেন, জনসমর্থন নেই বুঝতে পেরে সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে। কিন্তু জনগণের ন্যায়সঙ্গত দাবি উপেক্ষা করা যায় না।সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃখলা বাহিনীর বাধার ব্যাপারে তিনি বলেন, সব বাধা উপেক্ষা করে হাজার হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়েছেন। খুলনাবাসী অসাধ্য সাধন করেছেন। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, খুলনাকে দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জন্য আপনারা অসাধ্য সাধন করেছেন। আপনাদেরকে আমি স্যালুট জানাই। সমাবেশে আসা নেতা-কর্মীদের উপর হামলার ব্যাপারে তিনি বলেন, পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হাজারের ওপর আহত হয়েছেন।এ সময় সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কি এই নির্বাচন কমিশনকে মেনে নেবেন? নেতা-কর্মীরা বলেন, ‘না, না।’ দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, সরকার ইতোমধ্যে ব্যাপক ক্ষতি করে ফেলেছে।
এখন সময় সরকারকে বিদায় করে দেশকে রক্ষা করার। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি বলেছিলেন বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন। তবে কেন সম্ভাব্য দুর্ভিক্ষ নিয়ে আশঙ্কা করছেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে ভয় দেখিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়। আন্দোলন করা ছাড়া এখন আর কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে।
স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়লে গণঅভ্যুত্থান হবে। তখন পালানোর পথ পাবেন না। বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন ডঃ খোন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডঃ আব্দুল মঈন খাঁন, শামসুজ্জামান দুদু, এ্যাড নিতাই রায় চৌধুরী, এম মশিউর রহমান, অনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা বিএনপি ও তাঁর অঙ্গ ও অসহযোগী সংগঠনের সিনিয়র নেতৃীবৃন্দ।
hi!,I like your writing so so much! share we keep up
a correspondence extra about your post on AOL? I need an expert in this area
to resolve my problem. May be that is you!
Taking a look forward to look you.
Hello all, here every one is sharing these familiarity, therefore
it’s pleasant to read this webpage, and I used to pay a visit this blog every day.