
নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।
বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম, সুলতান এর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং এস, এম, সুলতান ফাউন্ডেশন এর উদ্যোগে নড়াইল চিত্রা নদীতে ঐতিহ্যবাহী “এস, এম, সুলতান নৌকা বাইচ -২০২২” প্রতিযোগিতা ব্যবস্থার মধ্য দিয়ে সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর ছিল। ক্রীড়া, সংস্কৃতি ও সম্প্রীতির ঐতিহ্যে সমৃদ্ধ নড়াইলে প্রধান অতিথি হিসেবে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মো: জিল্লুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ, খুলনা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ হাবিবুর রহমান, সম্মানিত জেলা প্রশাসক, নড়াইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল। চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে মাছিমদিয়া এস, এম, সুলতান সেতু পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত ছোট বড় ২০ টির অধিক নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সারি গান, ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনি নৌকা বাইচ উপভোগ করতে আসা অসংখ্য ক্রীড়ানুরাগী দর্শকদের প্রচুর আনন্দ দেয়।
এস, এম, সুলতান নৌকা বাইচ -২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে অ্যাড. সুভাস চন্দ্র বোস, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, নড়াইল, মো: নিজাম উদ্দিন খান নিলু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ এবং চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আঞ্জুমান আরা, মেয়র পৌরসভা, নড়াইল, গোলাম মোর্ত্তজা স্বপন , বিশিষ্ট সমাজ সেবক, নড়াইল সহ অসংখ্য ক্রীড়ানুরাগী দর্শক উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে তিন দিনব্যাপী ‘সুলতান উৎসব’ এর দ্বিতীয়দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, শিল্পী ডিডি মল্লিক, মুন্সী আসাদুর রহমান, নাজমুল হাসান লিজা, শুভ সরকারসহ অনেকে। শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫৩০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হাসান লিজা।
এর মধ্যে শূন্য থেকে প্রথম শ্রেণি পর্যন্ত ক বিভাগ, দ্বিতীয় থেকে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত খ বিভাগ, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত গ বিভাগ এবং অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ঘ বিভাগ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। চার বিভাগ থেকে ৫০জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুলতান উৎসবের উদ্বোধন করা হয়।
এছাড়া সুলতান উৎসবে নড়াইলের ঐহিতাসিক স্থাপত্য নিদর্শনের ফটোগ্রাফি, মঞ্চ নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা চত্বরে হরেক রকম পণ্যের পসরা সাজিয়েছে বসেছেন শতাধিক দোকানি। এদিকে, জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে আজ (২২ অক্টোবর) শনিবার বিকেলে নড়াইলের চিত্রা নদীতে ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। করোনা পরবতী প্রায় দুই বছর পর সুলতান উৎসবে মুখরিত হয়ে উঠেছে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গন।