বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাসের আহ্বায়ক কমিটির শ্রদ্ধাঞ্জলি

 

জবি সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) আহ্বায়ক কমিটি ও সদস্যরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টায় ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানান।

জবিসাসের নবগঠিত কমিটির আহ্বায়ক সোহাগ রাসিফ ও সদস্য সচিব ইমরান হুসাইনের নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজুল ইসলাম, ইয়াসিন আরাফাত সবুজসহ সমিতির অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২১-২২ কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক গতকাল সোমবার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *