
মোঃ হাসানুর রহমান হাসু, সিনিয়র স্টাফ রিপোর্টার ।।
দক্ষিণ বঙ্গের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহ জেলার কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারি ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর, রেজিঃ নং- ৩৫৮(খুলনা) এর দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত শুরু হয়েছে বুধবার সকাল ১০ টার থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মোচিক শ্রমিক কর্মচারি ইউনিয়ন এর সভাপতি গোলাম রসুল এর সভাপতিত্বে এ দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র কালীগঞ্জ পৌরসভা আশরাফুল আলম আশরাফ, আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়া উপ -পরিচালক জহিরুল হোসেন, সিরাজুর ইসলাম সহকারী- পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়া, কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শীবলি নোমানী ,কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, মোচিক শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ সাধারণ শ্রমিক কর্মচারি বৃন্দ।দ্বি-বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হয় ৫ সদস্য বিশিষ্ট মোচিক শ্রমিক কর্মচারি ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন করে তাদের নাম ঘোষনা করেন মোচিক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি গোলাম রসুল ও দ্বি – বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষনা করা হয় আগামী ১১ মার্চ ২০২৩ ইংরেজি তারিখে।এ নির্বাচন কমিশন গঠন ও ভোটারদের ভোটের দিন ঘোষণা করা হলে মোবারকগঞ্জ চিনিকলের সাধারণ শ্রমিক কর্মচারিরা সমথর্ন জানিয়েছে।