নড়াইলে বাস চলাচল বন্ধ কয়ে দিয়েছে নড়াইল বাস মালিক সমিতি

নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে পরিবহন থেকে টাকা তোলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা ডিবি পুলিশ। এর প্রতিবাদে আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে নড়াইল জেলা বাস মালিক সমিতি ও নড়াইল জেলা শ্রমিক ইউনিয়ন।

আজ শুক্রবার সকাল থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে এর সমাধানকি যাত্রীরা জানার অপেক্ষায়। সাধারণ মানুষের একমাত্র চলার বহন হচ্ছে বাস সেটা বন্ধ করে দিলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবেনা আমাদের।

পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে নড়াইল জেলা বাস মালিক সমিতি ও নড়াইল জেলা শ্রমিক ইউনিয়ন এবং পৌরসভার টোলের নামে টাকা তুলছিলো দুই জন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিবি পুলিশ টাকা আদায়কারী খোকন বিশ্বাস (৫০) ও শাকিব (১৭) কে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিক সমিতি।

ভুক্তভোগী এক যাত্রী বলেন, যশোর যাওয়ার জন্য বাড়ি থেকে হয়েছিলাম এখন দেখি বাস বন্ধ। যশোর যেতে নরমাল ভাড়া থেকে অধিক টাকা গুনতে হচ্ছে, আমাদের প্রতিনিয়তই যাওয়া আসা কথা লাগে সেক্ষেত্রে এমন হলেতো আমাদের জন্য খুবই সমস্যা হয়ে দাড়াবে।

নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কামরুল বিশ্বাস বলেন, আমাদের শ্রমিকরা দুর্ঘটনার স্বীকার হলে বা কেউ মারা গেলে আমরা সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ সেই পরিবারকে অর্থিক অনুদান দিয়ে থাকি। এতে মালিক বা শ্রমিক ইউনিয়নের কারো কোন অভিযোগ নেই তবুও পুলিশ আমাদের লোক ধরে নিয়ে গেছে। এর সমাধান না হওয়া পর্যন্তু মালিক-শ্রমিকরা বাস চালাবে না।

নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো বলেন, শ্রমিক ইউনিয়ন তারা তাদের সমিতিতে অনুদান এবং পৌর টোল দিয়ে থাকেন। আমরা আমাদের টাকা দিচ্ছি অথচ পুলিশ আমাদের লোকদের আটক করছে। এর সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্তু বাস চলাচল বন্ধ থাকবে।

নড়াইল জেলা বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম ও সাধারন সম্পাদক কাজী জহিরুল হক বলেন, শ্রমিক আটকের প্রতিবাদে চালকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতির সাথে আলোচনা করে। পুলিশ আমাদের লোকদের বিভিন্ন সময়ে তুলে নিয়ে গিয়ে হয়রানি করছে । আটক শ্রমিকদের মুক্তি এবং এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্তু বাস চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুন বলেন, সড়কে কোন প্রকার চাঁদাবাজি করতে দেয়া হবেনা। এতে সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। তবে যান বাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *