
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি প্রমাণ করেছে যে তারা স্বাধীনতাবিরোধী অপশক্তি, চেতনায় পাকিস্তানকে লালন করে ও দেশকে আবার পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে। তাই তাদেরকে সব জায়গায় প্রতিহত করা হবে।’
গতকাল বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিএনপি মহাসচিবের ‘দেশবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যের’ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
এ সময় হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব তাঁর বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করেছেন যে তাঁরা হৃদয়ে পাকিস্তানকে লালন করেন এবং সুযোগ পেলে তাঁরা এই বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলবেন।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মানব উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিকসহ সব সূচকে আমরা পাকিস্তানকে বহু আগেই অতিক্রম করেছি। পাকিস্তান নিজেরাই বলছে, বাংলাদেশ তাদের পেছনে ফেলে বহুদূর এগিয়ে গেছে, তারা আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে হা-হুতাশ করে, সেখানে মির্জা ফখরুল সাহেব বলেন, “পাকিস্তানই ভালো ছিল!” এ কথার মাধ্যমে বিএনপির মহাসচিব প্রমাণ করেছেন, বিএনপি স্বাধীনতাবিরোধী।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে এ আয়োজনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, জোটের সহসভাপতি রোকেয়া প্রাচী প্রমুখ।