ঢাকা | বঙ্গাব্দ

নগরীর পাঁচলাইশ এলাকায় ১১ বছর সংসার করেও স্ত্রীর স্বীকৃতি থেকে বঞ্চিত কামরুন্নাহার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা এলাকার টুপিওয়ালা পাড়ার গৃহবধূ কামরুন্নাহারকে দীর্ঘ দিন ধরে শারীরিক নির্যাতন করে আসছিল তার ভাসুর রাশেদ বিন আব্দুল্লাহ এবং তানভীর হোসেন টুটুল।কামরুন নাহারের স্বামী দ্বিতীয় বিয়ে করে নিজ গৃহ ছেড়ে চলে যান অনেকদিন ধরে,এই সুযোগে তার ভাসুর ও দেবর মিলে কামরুন নাহারের স্বামী সম্পত্তির লোভে তাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন রকম নির্যাতন হুমকি এবং কামরুন নাহার তার মেয়েদেরকে মারধরসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেন রাশেদ,এরকম একটি রেকর্ড আলোকিত প্রতিদিনের হাতে আসে। বিষয়টা জানার জন্য রাশেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে দৈনিক ভোরের সকালকে বলেন আপনার নিউজ করার দরকার নিউজ করেন।
  • আপলোড তারিখঃ 01-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 150164 জন
নগরীর পাঁচলাইশ এলাকায় ১১ বছর সংসার করেও স্ত্রীর স্বীকৃতি থেকে বঞ্চিত কামরুন্নাহার ছবির ক্যাপশন: নগরীর পাঁচলাইশ এলাকায় ১১ বছর সংসার করেও স্ত্রীর স্বীকৃতি থেকে বঞ্চিত কামরুন্নাহার
ad728

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা এলাকার টুপিওয়ালা পাড়ার গৃহবধূ কামরুন্নাহারকে দীর্ঘ দিন ধরে শারীরিক নির্যাতন করে আসছিল তার ভাসুর রাশেদ বিন আব্দুল্লাহ এবং তানভীর হোসেন  টুটুল।কামরুন  নাহারের স্বামী দ্বিতীয় বিয়ে করে নিজ গৃহ ছেড়ে চলে যান অনেকদিন ধরে,এই সুযোগে তার ভাসুর ও দেবর মিলে কামরুন নাহারের স্বামী সম্পত্তির লোভে তাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন রকম নির্যাতন হুমকি এবং কামরুন নাহার  তার  মেয়েদেরকে মারধরসহ প্রাণে মেরে ফেলার  হুমকি দেন রাশেদ,এরকম একটি রেকর্ড আলোকিত প্রতিদিনের হাতে আসে। বিষয়টা জানার জন্য রাশেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে দৈনিক ভোরের সকালকে বলেন আপনার নিউজ করার দরকার নিউজ করেন।


কামরুন নাহার আরো বলেন আমি খুব ভয়ে দিন কাটাচ্ছি, রাশেদ একজন সন্ত্রাস এবং অস্ত্র নিয়ে সাত বছর জেল খেটে বের হয়।বর্তমানে সে মাদক ব্যবসার সাথে জড়িত,মাদক সেবন করে এসে রাতে আমার ঘরের দরজা কড়া দেই প্রতি রাতে।সে যেকোনো সময় যে কোন কিছু করতে সে আমাকে দ্বিধাবোধ করবে না।তার আরেক ছোট ভাই তানভীর হোসেন টুটুল প্রকাশ টুটুল বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার গায়ে হাত দেওয়া থেকে শুরু করে কয়েকবার খারাপ কিছু করতে চেষ্টা করেছিল।


এ বিষয়ে জানার জন্য, স্থানীয় কাউন্সিলর নূর মোস্তফা টিনু মুঠো ফোনে যোগাযোগ করলে ভোরের সকাল প্রতিবেদককে বলেন তারা দুই ভাই রাশেদ ও গ্যারেজ টুটুল কামরুন নাহারকে দীর্ঘদিন ধরে নির্যাতন করতেছে খবর পেয়ে কাউন্সিল অফিসে আসতে বললে দুই ভাইকে তারা বৈঠক বসবে বলে আর বৈঠক বসে নাই।


এখানেই শেষ নয় কামরুন নাহারের গল্প দীর্ঘ ১১ বছরের সংসার করার পরেও স্ত্রীর স্বীকৃতি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে স্বামী খালেদ বিন মুহাম্মদ মিঠুর বিরুদ্ধে। শশুর বাড়িতে সেমি পাখা ঘর ভেঙ্গে দালান করার নামে মিঠু তার স্ত্রী থেকে ২৪ লক্ষ ৮৬ হাজার টাকা স্ট্যাম্পের মাধ্যমে এবং চেকে নেন মর্মে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ কামরুন নাহার।


জানা যায়, গৃহিণী কামরুন্নাহার বিবাহ উপযুক্ত দুটি কন্যা সন্তান রয়েছে। কামরুন নাহারকে বিবাহ করে দীর্ঘদিন ভাড়া বাসায় রাখেন তার স্বামী। দীর্ঘদিন ভাড়া বাসা থাকার পরে তাকে তার শ্বশুর বাড়িতে তুলে নেন। অর্থের লোভে তার স্বামী তার কাছ থেকে কাবিননামা ছিনিয়ে নেন। যাতে ওই গৃহিণী স্ত্রী স্বীকৃতি দাবি করতে না পারে। আগে ঘর থেকে বের করে দেওয়ার জন্য শশুর বাড়িতে চলে নির্মম নির্যাতন ও অত্যাচার। স্ত্রীর স্বীকৃতির দাবিতে ভুক্তভোগী কামরুন্নাহার বিজ্ঞ আদালতে সিআর নং-৯৫৬/২২ইং দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার প্রেক্ষিতে স্বামী খালেদ মোহাম্মদ মিঠুর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।


এ বিষয়ে ভুক্তভোগী কামরুন্নাহার বলেন, মিঠুর সাথে আমার প্রায় ১১ বছরের সংসার। আমার বাড়িঘর, জায়গা জমি সবকিছুই বিক্রি করে আমার স্বামী মিঠুকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। আমার স্বামীকে টাকা দেওয়ার বিষয়ে কয়েকটি স্ট্যাম্প আমার কাছে রয়েছে। এখন আমার শ্বশুর বাড়ির লোকেরা সবাই মিলে আমাকে এবং আমার বিবাহ উপযুক্ত দুই মেয়েকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য আমাদের উপর নির্যাতন ও মারধর করছে। আমার থেকে তাঁরা আমার কাবিননায়াটাও ছিনিয়ে নিয়েছে। গত ২৮/৬/২৪ আমি পাঁচলাইশ থানায় এজাহার দায়ের করি এবং ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বরাবরে  অভিযোগ করেছি।বর্তমানে আমি চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহ ক্লাবের নির্বাহী পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত