ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বাদশা সোলায়মান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।
  • আপলোড তারিখঃ 11-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 210895 জন
ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ad728

সিনিয়র ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।।  ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বাদশা সোলায়মান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার ভোররাতে উপজেলার কাঁঠালবাগান গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাদশা সোলায়মান কালীগঞ্জ শহরের কাঠালবাগান এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, কালীগঞ্জের কাঠালবাগান গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই গ্রামের বাদশা সোলায়মানকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ১২ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ইফতার মাহফিলে যোগদান