ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান

নড়াইলে ১২৪ জন অসহায় রোগীর মাঝে চিকিৎসা সেবার জন্য ৬২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। সমাজ সেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জনপ্রতি এককালীন ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। এর মধ্যে নড়াইল সদর উপজেলার অধীনে ১০২ জন রোগীর অনুকূলে ৫১ লাখ টাকার চেক ও শহর সমাজ সেবার আওতায় ২২ জন রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
  • আপলোড তারিখঃ 19-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 84589 জন
নড়াইলে অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন: নড়াইলে অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে ১২৪ জন অসহায় রোগীর মাঝে চিকিৎসা সেবার জন্য ৬২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। সমাজ সেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জনপ্রতি এককালীন ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। এর মধ্যে নড়াইল সদর উপজেলার অধীনে ১০২ জন রোগীর অনুকূলে ৫১ লাখ টাকার চেক ও শহর সমাজ সেবার আওতায় ২২ জন রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক প্রদান করা হয়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল সদর উপজেলা ও পৌর এলাকার রোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়। নড়াইল জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণী অনুষ্ঠানে সমাজ সেবা অধিদফতর নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল। এসময় উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম কুমার সরকার, নড়াইল শহর সমাজ সেবা অফিসার সুজা উদ্দীন সহ রোগী ও তার স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসুস্থ রোগী, তাদের অভিভাবক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স