নড়াইল জেলা প্রতিনিধি। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২৩ ব্যাচের ১৭ জন শিক্ষার্থী (ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের) ঘুরে গেলেন বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের বাসভবন। তারা নড়াইলে এসেছিলেন শিক্ষা কার্যক্রমের মাঠ পর্যায়ে অনলাইফ স্কেচ কোর্সের পাঠগ্রহণের অংশ হিসেবে। রংতুলির যাদুকর শিল্পী সুলতানের আকা চিত্রাঙ্কণের প্রলুব্ধ জ্ঞান অর্জনসহ শিল্পীর শিশুস্বর্গ ও তার আকা চিত্রকর্ম ঘুরে ঘুরে দেখেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ড্রইং পেইন্টিং ডিসিপ্লিনের দুইজন কোর্স শিক্ষক সহযোগি অধ্যাপক ডক্টর মো. তরিকত ইসলাম এবং সহকারি অধ্যাপক অনির্বান মল্লিকের তত্ত্বাবধানে কোর্সটি পরিচালিত হয়। এ সময় বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের হাতেগড়া শিষ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত)সহকারি অধ্যাপক শিল্পী বিমানেষ বিশ্বাস শিক্ষার্থীদের সঙ্গে দিনব্যাপী অনুষ্ঠানে তার অভিজ্ঞতা ও শিল্পের করণ কৌশলের নানান দিকের নির্দেশনা দেন। শিক্ষার্থীরা শিল্পী বিমানেষ বিশ্বাসের স্টুডিও ও তার প্রতিষ্ঠিত শিশুদের স্কুল শিল্পান্জলীতে গিয়ে শিশুদের আকা ছবি পরিদর্শন করে। শিক্ষার্থীরা নড়াইলের বরেন্দার গ্রামের প্রান্তিক জনগোষ্ঠির জীবন ও প্রকৃতি প্রত্যক্ষভাবে অবলোকন করে। যা বইয়ের পাতায় বা শিল্পী সুলতানের আকা ছবিতে দেখেছেন। ছবি আকা শেষে প্রথিতযশা চিত্রশিল্পী এসএম সুলতানের সমাধিতে শ্রদ্ধান্জলী অর্পণ করেন। শীক্ষার্থীরা শিল্পী এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজ পরিদর্শন করেন। এ সময় কলেজের সাবেক অধ্যক্ষ শিল্পী অনাদি বৈরাগীসহ স্থানীয় শিল্পীরা উপস্থিত ছিলেন।