ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় নাসিম হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলায় শিক্ষার্থী নাসিম শেখ (২৪) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 16-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 209459 জন
নড়াইলের কালিয়ায় নাসিম হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ছবির ক্যাপশন: নড়াইলের কালিয়ায় নাসিম হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়া উপজেলায় শিক্ষার্থী নাসিম শেখ (২৪) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাসিম শেখ কালিয়া উপজেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার উপজেলার রঘুনাথপুরে এ মানববন্ধন করেন এলাকাবাসী। নাসিমের পরিবারের সদস্য ও এলাকার লোকজন নিহত নাসিমের বাড়ির সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন৷ তারা ‘নাসিম হত্যার বিচার চাই’ স্লোগান দিতে দিতে একটি বিক্ষোভ মিছিল বের করে রঘুনাথপুর বাজারে যান। পরে বাজারের প্রধান চারটি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, চানপুর এলাকার কতিপয় চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও অনলাইন প্রতারকরা নিরীহ ছেলেটি হত্যা করেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। সেইসঙ্গে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয় ঘটনার রাতে নাসিমের সঙ্গে থাকা আব্দুল্লাহ বলেন, নাসিম আর আমার বাড়ি একই এলাকায় হওয়ায় সেদিন রাতে আমরা একসঙ্গে বাড়ি ফিরছিলাম। পথে দুটি মোটরসাইকেল নিয়ে ৬ থেকে ৭ জন লোক আমাদের গতিরোধ করে। তখন নাসিমকে তারা হত্যা করে এবং বিষয়টি কাউকে বল্লে আমাকেও মেরে ফেলবে বলে হুমকি দেয়। ভয়ে আমি তখন কাউকে কিছু বলিনি। হত্যাকারীদের মধ্যে কইয়ুম সরদার নামে একজনকে আমি চিনি। এঘচনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। তবে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, প্রতিবেদন পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ইফতার মাহফিলে যোগদান