ঢাকা | বঙ্গাব্দ

বকশীগঞ্জে জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর এলাকায় ৮ নং ওয়ার্ডে চরকাউরিয়া উত্তর মাঝ পাড়া গ্রামে শস্য ক্ষেত ও পুকুর সহ জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
  • আপলোড তারিখঃ 18-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 76537 জন
বকশীগঞ্জে জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ। ছবির ক্যাপশন: বকশীগঞ্জে জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ।
ad728

বকশীগঞ্জ প্রতিনিধিঃ সাখাওয়াত হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর এলাকায় ৮ নং ওয়ার্ডে চরকাউরিয়া উত্তর মাঝ পাড়া গ্রামে শস্য ক্ষেত ও পুকুর সহ জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন যাবত আফজাল হোসেন ও তার গং দের পৈতৃক সূত্রে পাওয়া জমি, পার্শ্ব বর্তী মোঃ মাজেদ মিয়া গং কর্তৃক জোর পূর্বক দখল করার অভিযোগ উঠেছে । গত ২৩ আগস্ট (শুক্রবার ) আনুমানিক রাত ২ টার সময় জমিটি জবর দখল করে মাজেদ মিয়া গংরা, মোঃ আফজাল মিয়ার ভাষ্যমতে দীর্ঘদিন যাবত আমরা জায়গা ও পুকুর চাষ করে আসছি, যা আমার পিতা কর্তৃক ক্রয়কৃত সেই সূত্রে পাওয়া , যাহার মৌজা চরকাউরিয়া, খতিয়ান নং ৮৫৪৩, দাগ নং - ১৭৮৫, ১৭৮১, ১৭৮৪, ১৭৮১, দলিল নং - ৪৭৩১ থাকার পরও আমদের জমিটি জোর পূর্বক দখলে নেয়, তার পরেই উভয় পক্ষই মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে এ বিষয়টি সঠিক সমাধানের জন্য ওই এলাকার গন্যমান্য ব্যক্তিরাও দফায় দফায় বিচার সালিশী করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, জায়গা জমির কারণে উভয় পক্ষের মধ্যে শত্রুতা তৈরি হয়েছে, এর সঠিক সমাধান না হলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগকারী ভুক্তভোগী মোঃ আফজাল মিয়া বলেন, আমাদের জমিটা জবর দখলের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি । অপর পক্ষের সাথে কথা বলতে চাইলেও তারা কোন সারা দেইনি ।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ