ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

নড়াইলে ১০ম গ্রেডে বেতনভাতা বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।
  • আপলোড তারিখঃ 22-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 64460 জন
নড়াইলে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন ছবির ক্যাপশন: নড়াইলে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে ১০ম গ্রেডে বেতনভাতা বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। শনিবার( ২১ সেপ্টেম্বর) শহরের পুরাতন বাসস্টান্ড চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান, শিক্ষক আশিকির রহমান, শিক্ষক কামরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ফিরোজ হাসান,শিক্ষক হামিনুর রহমান,সালাউদ্দিন সিকদারসহ নড়াইলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ৷ মানববন্ধনে শিক্ষকেরা বক্তব্যে বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগড়। তারা চাকুরি জীবনে তৃত্বীয় শ্রেণির কর্মচারির গ্রেডে বেতনভাতা গ্রহণ করে থাকেন। সর্বসাকুল্পে একজন প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষক ১৯ হাজার ৩০০ টাকা পেয়ে থাকেন। এই বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয়। তারা ১০ম গ্রেডে বেতনভাতা প্রদানের দাবি করেন। বৈষমা বিরোধী আন্দোলনের ফসল হিসেবে এই সরকার এখন ক্ষমতায়। আমরা আমাদের দাবি পূরণের ব্যাপারে সদয় দৃষ্টি কামনা করছি। জাকির হোসেন বিপ্লব ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যে বেতনভাতা পেয়ে বাকি সেই বেতনে বর্তমান বাজারে ১৫দিন সংসার খরচ চলে। পরিবারের চাহিদার বোঝা মাথায় নিয়ে আমাদের স্কুলে আসতে হয়। ছাত্রদের ক্লাস করাতে হয়। তিনি ১০ম গ্রেডে বেতনভাতা প্রদানের দাবি করেন। পরিবারের চাহিদা পূরণের চাপ মাথায় নিয়ে বিদ্যালয়ে এসে ছাত্রদের মেধা বিকাশে ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা যায় না। ১০ম গ্রেডে বেতনভাতা দেয়া হলে প্রতি মাসে ২৬ হাজার টাকা করে পেতে পারি। আমাদের কষ্টের জীবনের আকৃতি সদাশয় সরকার মেনে নেবেন বলে আমরা আশা করি।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স