ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে নার্সদের একদফা দাবীতে কর্ম বিরতি পালন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার
  • আপলোড তারিখঃ 02-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 118679 জন
নড়াইলে নার্সদের একদফা দাবীতে কর্ম বিরতি পালন ছবির ক্যাপশন: নড়াইলে নার্সদের একদফা দাবীতে কর্ম বিরতি পালন
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের একদফা দাবিতে নড়াইলে নার্সদের কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করে। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে সকাল ১০টায় নড়াইল সদর হাসপাতাল চত্বরে সমাবেশ করে। সমাবেশে দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন- নড়াইল নার্সিং কলেজের ইন্সট্রাক্টর শামীমা আক্তার, নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পলি কুন্ড, নড়াইল নার্সিং কলেজের ছাত্র সাবু সরদার প্রমুখ। আন্দোলনকারীরা জানানা, দাবি মেনে নেয়া না হলে ২ অক্টোবর সকাল ৯টা হতে দুপুর ১২টা, ৩ অক্টোবর সকাল ৮টা হতে ২টা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। পরবর্তীতে কেন্দ্রীয় কমর্সচি অনুযায়ী আন্দোলন চলবে। এসময় আন্দোলনের নড়াইল শাখার সমন্বয়ক শাহীনুর খাতুন, নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ আফরোজা পারভিন, নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মজিদা খাতুন, বিউটি পারভীন, হেনা পারভীন, সুপ্রিয়া মন্ডল, শিখা বিশ্বাস, ইলা রানী মজুমদার সহ অন্যান্য নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে নার্সদের কর্মবিরতির ফলে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সকালে চিকিৎসকরা বিভিন্ন ওয়ার্ডের রোগীদের চিকিৎসা দিতে পারেনি।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহ ক্লাবের নির্বাহী পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত