ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০ তম প্রয়ান দিবস পালন

নড়াইলের কৃতি সন্তান বিশ্ব নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০তম প্রয়াণ দিবসে শিল্পীকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করলো নড়াইলবাসী।
  • আপলোড তারিখঃ 11-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 77327 জন
নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০ তম প্রয়ান দিবস পালন ছবির ক্যাপশন: নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০ তম প্রয়ান দিবস পালন
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কৃতি সন্তান বিশ্ব নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০তম প্রয়াণ দিবসে শিল্পীকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করলো নড়াইলবাসী। বরাবরের মতো এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ৩০তম প্রয়াণ দিবেসের এ আয়োজনও ছিল শহরের মাছিমদিয়ায় ছায়া ঘেরা সুলতান কমপ্লেক্সে। এদিনে ভোরে কোরআনখানীর মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপরে অনুষ্ঠিত হয় জন্মজয়ন্তী উদযাপনে নেয়া কর্মসূচির অন্যতম আকর্ষণ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ঘণ্টাব্যাপি এ প্রতিযোগিতায় অংশ নিয়ে খুদে শিল্পীরা রং তুলির রঙ্গিন আঁচড়ে রাঙ্গিয়ে তোলে নিজ নিজ ক্যানভাস। বেলা ৯টায় অনুষ্ঠিত হয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব। প্রথমেই জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা জানান। পরে রাজনৈতিক নেতারা, শিল্পী সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংকৃতিক সংগঠনের পক্ষ থেকে একে একে শিল্পীর সমাধিতে ফুল দিয়ে চলে এ শ্রদ্ধার্ঘ অর্পণ। শ্রদ্ধাঅর্পণ শেষে উপস্থিত সবাই শিল্পী সুলতানের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়ায় অংশ নেন। সব শেষে শিল্পীর কর্মময় জীবনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। ১৯২৪ সালের ১০আগষ্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্ম নেয়া শিল্পী এস এম সুলতান একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিষ্ট স্বীকৃতি, চারুশিল্পী সংসদ সম্মাননাসহ নানা সম্মাননা অর্জন করে দেশে বিদেশে ব্যাপক সমাদৃত হন। কালজয়ী এই শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর মারা যান।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলের মাছের ঘেরে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতি