ঢাকা | ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে মদপানে একজনের মৃত্যু

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের শালিয়ারভিটা গ্রামে শ্যামাপূজার উৎসবে অতিরিক্ত মদপানে বিমানেশ অধিকারী
  • আপলোড তারিখঃ 06-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 173273 জন
নড়াইলে মদপানে একজনের মৃত্যু ছবির ক্যাপশন: নড়াইলে মদপানে একজনের মৃত্যু
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের শালিয়ারভিটা গ্রামে শ্যামাপূজার উৎসবে অতিরিক্ত মদপানে বিমানেশ অধিকারী (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্যামাপূজার উৎসবকে ঘিরে গত ২ নভেম্বর রাতে বিমানেশসহ কয়েকজন মদপান করেন। একদিন পর গত রোববার সন্ধ্যায় বিমানেশ অসুস্থ হয়ে পড়েন। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাত ৮টার দিকে মারা যান। বিমানেশ পেশায় মুলিয়া বাজারের মোবাইল ফোন মেকানিক ছিলেন। তার মৃত্যুতে মুলিয়া বাজারে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়। এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ইফতার মাহফিলে যোগদান