ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমিরের পথসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি মানবিক বাংলাদেশ চাই, যেখানে জাতি, ধর্ম, নারী-পুরুষ সবাই
  • আপলোড তারিখঃ 01-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17263 জন
নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমিরের পথসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমিরের পথসভা অনুষ্ঠিত
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি মানবিক বাংলাদেশ চাই, যেখানে জাতি, ধর্ম, নারী-পুরুষ সবাই মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। আমরা চাই একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমরা চাই একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে যুবকদের হাত হবে কর্মীর হাত। রোববার (১ ডিসেম্বর) নড়াইল সদর উপজেলার মালিবাগ চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন। নতুন বাংলাদেশ গড়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল-ধর্ম-নারী-পুরুষ সবাই মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন, পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি সবাই যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারেন। আমরা কে ধনী কে গরিব সেটা, দেখব না, দেখব, আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে। নারীর নিরাপত্তার বিষয়ে ডা.শফিকুর রহমান বলেন, এমন বাংলাদেশ চাই যেখানে কোনো নারীদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কোনো চাঁদাবাজি হবে না, দখল হবে না, জুলুম হবে না। এদেশে এর আগে যারা এসেছেন তারা সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছেন। তারা বলেছিলেন- জাতির ভাগ্য বদলে দেব। ভাগ্য বদল হয়েছে তাদের। যাদের জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়েছেন। মালিক হওয়ার কারণে জাতির অর্থ চুরি করে তাদের পকেটে ঢুকিয়েছেন। সেই অর্থ দেশে না রেখে বিদেশে পাচার করেছেন। এটা আমরা আর চাই না। এ ঘটনা বারবার পুনরাবৃত্তি হোক আমরা সেটা চাই না। এসময় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো.ওবায়দুল্লাহ কায়সার। পথসভায় উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলার আমির আব্দুল আল আমিনসহ নেতৃবৃন্দ। এছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা৷ পরে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় পথসভা শেষে তার গাড়ি বহর ফরিদপুরের পথে রওনা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ