ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে প্রতিবন্ধী দিবস পালন

নড়াইলে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‍্যালি, সহায়ক
  • আপলোড তারিখঃ 04-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15523 জন
নড়াইলে প্রতিবন্ধী দিবস পালন ছবির ক্যাপশন: নড়াইলে প্রতিবন্ধী দিবস পালন
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র্যালি, সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে  জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের  আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।  এসময় উপস্থিত ছিলেন, নড়াইলের উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল্যাহ সহ   জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক, গণমাধ্যমকর্মী৷ অন্তর্ভুক্তি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের প্রতিবন্ধী দিবস আয়োজনের ক্ষেত্রে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নড়াইল এবং আরও কয়েকটি নিবন্ধিত স্বেচ্ছাসবী সংগঠন সহযোগিতা করেছে। এবারের প্রতিবন্ধী দিবস পালনের অংশ হিসেবে এদিন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নড়াইল-এর সৌজন্যে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ৩০টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ৩টি কর্নার চেয়ার এবং ১টি ওয়াকার বিতরণ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এসব সহায়ক উপকরণ বিতরণ করেন।  এর আগে আজকের প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সংশ্লিষ্ট অংশীজনবৃন্দের পাশাপাশি জেলার সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি আয়োজিত হয়৷


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স