ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া আসামি গাজীপুর থেকে গ্রেফতার

নড়াইল সদর উপজেলায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল শেখ (৫০) কে গাজীপুর
  • আপলোড তারিখঃ 08-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 139138 জন
নড়াইলে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া আসামি গাজীপুর থেকে গ্রেফতার ছবির ক্যাপশন: নড়াইলে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া আসামি গাজীপুর থেকে গ্রেফতার
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল শেখ (৫০) কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৬ ডিসেম্বর) অভিযান চালিয়ে গাজীপুর নগরের গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিল্লালের বাড়ি নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায়। গত ২৩ নভেম্বর নড়াইল সদর উপজেলার গোবরা থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছিলেন স্বজনেরা। পুলিশ সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকা থেকে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিকে থানায় নেওয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির স্বজন ও লোকজন। পরে পুলিশ সদস্যদের ওপর হামলা করে হাতকড়া লাগানো আসামি বিল্লালকে ছিনিয়ে নিয়ে যান তারা। এ ঘটনায় নড়াইল সদর থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়। মামলার পর তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে নড়াইল জেলা পুলিশের একাধিক দল। এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন , ছিনিয়ে নেওয়া আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে নড়াইল সদর থানায় আনা হয়েছে। এর আগে একই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেওয়ার কাজে ব্যবহার করা মোটরসাইকেল দুটিও উদ্ধার হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ইফতার মাহফিলে যোগদান