ঢাকা | বঙ্গাব্দ

ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় পুরষ্কৃত হয়েছেন নড়াইলের সৌরভ

ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় ভিডিও তৈরি করে বিশেষ পুরষ্কার পেয়েছেন নড়াইলের ছেলে মো: আশিকুর রহমান সৌরভ। গত (২১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায়
  • আপলোড তারিখঃ 22-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14952 জন
ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় পুরষ্কৃত হয়েছেন নড়াইলের সৌরভ ছবির ক্যাপশন: ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় পুরষ্কৃত হয়েছেন নড়াইলের সৌরভ
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় ভিডিও তৈরি করে বিশেষ পুরষ্কার পেয়েছেন নড়াইলের ছেলে মো: আশিকুর রহমান সৌরভ। গত (২১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় মুক্তিযোদ্ধ যাদুঘর বাংলাদেশে তাকে এই পুরষ্কার প্রদান করা হয়। অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট ( এএসডি ) আয়োজন করে এই ভিডিও গ্রাফি প্রতিযোগিতা। দুইটি ক্যাটাগরিতে দেশ সেরা মোট ১০ জনকে দেওয়া হয় এই পুরষ্কার। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী মানজুর আল মতিন পীতম এছাড়া উপস্থিত ছিলেন এএসডির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা। এই বিষয়ে পুরষ্কার প্রাপ্ত আশিকুর রহমান সৌরভ বলেন, পুরষ্কারটি পেয়ে অনেক ভালো লাগছে আশা করি এর থেকে আরো বড় বড় পুরষ্কার পাবো। আমার ইচ্ছা আছে আন্তর্জাতিক পর্যায়ের কোনো পুরষ্কার জেতার এবং আমি সেইটা চেষ্টা করছি। পুরষ্কার পাওয়ার বিষয়ে তার বাবার সঙ্গে কথা বলা হলে তিনি জানান, আমরা সবাই খুব খুশি আমার ছেলে জাতীয় পর্যায়ের পুরষ্কারে ভূষিত হয়েছেন। আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু করবে। এই বিষয়ে নড়াইল জেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা জয়ন্ত কুমার মন্ডল বলেন, এই বিষয়ে অবগত আছি এবং আইসিটি দপ্তর সব সময় সৌরভকে যে কোনো বিষয়ে সহযোগিতা করবেন। উল্লেখ্য আশিকুর রহমান সৌরভ গত ২ মাস আগে ভিডিও প্রতিযোগিতায় তার তৈরি ভিডিও “ আমরাও শিশু “ ভিডিও টি জমা দেন। তার ন্যায় তাকে এই পুরষ্কার দেওয়া হয়। এই ভিডিও ছাড়াও সৌরভ আরো অনেক সামাজিক সচেতনতা মূলক ভিডিও তৈরি করে থাকে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

কালীগঞ্জে বিএনপির সম্প্রতি সমাবেশে জনস্রোত