ঢাকা | বঙ্গাব্দ

জামালপুর বেসরকারী হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বকশীগঞ্জে মানব বন্ধন ।

জামালপুর বেসরকারি এম এ রশিদ হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
  • আপলোড তারিখঃ 30-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18212 জন
জামালপুর বেসরকারী হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বকশীগঞ্জে মানব বন্ধন । ছবির ক্যাপশন: জামালপুর বেসরকারী হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বকশীগঞ্জে মানব বন্ধন ।
ad728

সাখাওয়াত হোসেন (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি । জামালপুর বেসরকারি এম এ রশিদ হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বকশীগঞ্জ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি। শনিবার (৩০ নভেম্বর) বকশীগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড়ে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন। উক্ত মানববন্ধনে উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামালপুর বেসরকারি হাসপাতাল মালিক সমিতির আপ্যায়ণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা, বকশীগঞ্জ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাইন বিল্লাহ রনি, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী খোকন, ডা. আবদুল গণি হেল্থ কমপ্লেক্স এর এমডি সাদ্দাম হোসেন মিঠু। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এমএ রশিদ হাসপাতালে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ