নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের লোহাগড়ায় উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. ইমানুর উদ্দিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমানুর উদ্দিন উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. ফায়েক উদ্দিনের ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উপজেলার লাহুড়িয়া থেকে দু’জনকে নিয়ে মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন চালক মো. ইমানুর উদ্দিন। পথিমধ্যে বাতাসি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক ইয়ানুর পড়ে গিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।