ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২

লক্ষ্মীপুরে মানি লন্ডারিংয়ের অভিযোগে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (১২ মে) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
  • আপলোড তারিখঃ 13-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 62217 জন
লক্ষ্মীপুরের  যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২ ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরের যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২
ad728

লক্ষ্মীপুরে মানি লন্ডারিংয়ের অভিযোগে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (১২ মে) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন: আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ।

যোথ বাহিনী অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে মানি লন্ডারিংয়ের ব্যবসা চলছিল। সোমবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আল মদিনা ও শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় দুটি প্রতিষ্ঠানে ১২টি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়, বাংলাদেশের মুদ্রামানে যার মূল্য ৪৮ লাখ ৬১০ টাকা। মানি লন্ডারিং ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়।

ক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ বাজারে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ দৈনিক ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

লক্ষ্মীপুরের যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২