ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে লুট হওয়া মালামাল উদ্ধার

নড়াইলে বাড়ি বাড়ি গিয়ে লুট হওয়া মালামাল উদ্ধার করছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (১১ আগস্ট) পৌর শহরের মাছিমদিয়া এলাকায় এ উদ্ধার অভিযান করতে দেখা যায়।
  • আপলোড তারিখঃ 12-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34968 জন
নড়াইলে লুট হওয়া মালামাল উদ্ধার ছবির ক্যাপশন: নড়াইলে লুট হওয়া মালামাল উদ্ধার
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে বাড়ি বাড়ি গিয়ে লুট হওয়া মালামাল উদ্ধার করছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (১১ আগস্ট) পৌর শহরের মাছিমদিয়া এলাকায় এ উদ্ধার অভিযান করতে দেখা যায়। উদ্ধারকৃতরা জানায়, উদ্ধারকৃত মালগুলো নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকার পালকি কমিউনিটি সেন্টারের। প্রায় দুই ঘণ্টায় ওই এলাকা থেকে ১০ লক্ষাধিক টাকার লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে দাবি উদ্ধারকারীদের। স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর নড়াইলের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ জেলা আওয়ামী লীগের কার্যালয় ও নেতাদের ঘরবাড়িতে হামলা করা হয়। এসময় শহরের মাছিমদিয়া এলাকায় অবস্থিত পালকি কমিউনিটি সেন্টার ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। অ্যাডভোকেট রাজিব হোসেন বলেন, সেদিন লুটপাটের মালামাল যারা নিয়েছিল তাঁদেরকে বুঝায় বলার সমস্ত মালামাল ফেরত দিয়ে দিয়েছে। এছাড়া অন্য এলাকার যারা নিয়েছে সেখানে উদ্ধার অভিযান চালালে আরও মালামাল উদ্ধার হতে পারে। সরেজমিন দেখা যায়, শহরের মাছিমদিয়া এলাকায় বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লুট হওয়ায় মালামাল উদ্ধার করছেন। তাঁরা ওই এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে লুটকৃত মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তাঁদের আহ্বানে বিভিন্ন বাড়ি থেকে খাট, চেয়ার, টেবিল, সোফাসেট, এসি, মোটর ফ্যান ও থালাবাটিসহ বিভিন্ন মাল-জিনিস এনে রাস্তায় জড়ো করছেন। সেখান থেকে ভ্যানযোগে চলে যাচ্ছে প্রকৃত মালিকের কাছে। জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, পালকি কমিউনিটি সেন্টারের মালিক অলোক কুণ্ডুর মালামাল ওইদিন (৫ আগস্ট) রাতে দুষ্কৃতকারীরা লুট করে। মালের সন্ধান পেয়ে জেলা বিএনপির সঙ্গে যোগাযোগ করে। পরে আমরা মালামাল উদ্ধারে আসি। এখান থেকে আমরা প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছি। যারা এই মালামাল লুট করেছিল, বিএনপির সঙ্গে তাঁদের কোন সংযোগ নেই। সব জায়গা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পালকি কমিউনিটি সেন্টারের মালিক আলোক কুণ্ডু বলেন, ভাঙচুর ও লুটপাটে তাঁর প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁর ওখান থেকে লুট হওয়া কিছু মালামাল ইতোমধ্যে উদ্ধার করে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বাকি মালামাল উদ্ধারেও তাঁরা সহযোগিতা করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

বকশীগঞ্জে জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ।