ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী পালন

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী পালন
  • আপলোড তারিখঃ 27-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12858 জন
নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী পালন ছবির ক্যাপশন: নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী পালন
ad728


নড়াইল জেলা প্রতিনিধি।


নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের “শুভ জন্মাষ্টমী” ২০২৪ পালন করা হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ , নড়াইলের উপ- পরিচালক জুলিয়া শুকায়না।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট, নড়াইলের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( অর্থ ও আইসটি) মোঃ আরাফাত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইল এর নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ কুন্ডু, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ, নড়াইলের সভাপতি অ্যাডঃ পংকজ বিহারী ঘোষ, সাবেক সভাপতি অশোক কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক মলয় কুমার নন্দী, সরকারি কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কৃষ্ণভক্তবৃন্দসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।


এছাড়াও দিনটি পালন উপলক্ষে নড়াইল টাউন কালী বাড়ী মন্দির, নড়াইল বাধাঁঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দির,নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশন, ইসকন মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে গীতা পাঠ, ভজন সঙ্গীত, অনারাম্বর শোভাযাত্রা ,আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূজাঁর প্রসাদ বিতরণ এর আয়োজন করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ দৈনিক ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলের লোহাগড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১০২ জনের নামে মামলা