ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নড়াইল সদর উপজেলার গোবরা-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়ল (২৭) নামে এক মাছের ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 28-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23231 জন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ছবির ক্যাপশন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলার গোবরা-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়ল (২৭) নামে এক মাছের ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে৷ নিহত আরাফাত পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফজর মোড়লের ছেলে। নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, আরাফাত মোড়ল একজন ঘের ব্যবসায়ী ছিলেন। সে মঙ্গলবার ভোরে ঘের থেকে মাছ নিয়ে নসিমন যোগে নড়াইল ও লোহাগড়া মধ্যে দিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে যান। সেখানে মাছ বিক্রি করে নসিমনযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল শহর সংলগ্ন কাড়ারবিল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়লের মৃত্যুর বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান