ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার দুই

নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
  • আপলোড তারিখঃ 25-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 43393 জন
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার দুই ছবির ক্যাপশন: নড়াইলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার দুই
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বুড়িখালী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহাদ শেখ ও শহীদুল্লাহ শেখ কালিয়া উপজেলার বুড়িখালী গ্রামের কিবরিয়া শেখের ছেলে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দুটি গ্রুপের মধ্যে একটি গ্রুপের নেতৃত্ব দেন পুরুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর জামাল হোসেন ধলা এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন মাকসুদ শেখ। আওয়ামী লীগ সরকারের আমলে জামাল হোসেন ধলার গ্রুপটি শক্তিশালী ছিল। কিন্তু সরকার পতনের পর বর্তমান সময়ে বিএনপি হিসেবে পরিচিত মাকসুদ শেখের গ্রুপটি চাঙা হয়ে ওঠে। এলাকাবাসীরা বলেন, গত ১৯ সেপ্টেম্বর বুড়িখালি এলাকায় বিএনপির একটি অফিসের উদ্বোধন করেন সমর্থকরা। এ নিয়ে সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি সমর্থক আমিনুর গাজী ও হেকমত শেখ গুরুতর আহত হন। উদ্ধার করে তাদের নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়। এবিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, বুড়িখালী গ্রামের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী তৎপর রয়েছে। এরইমধ্যে অভিযানে বুড়িখালী গ্রামের কিবরিয়া শেখের ছেলে আহাদ শেখ ও শহীদুল্লাহ শেখকে সেনবাহিনী গ্রেফতার করে কালিয়া থানায় হস্তান্তর করেছে। এ সময় তাদের বাড়ি থেকে দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি হাতুড়িসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর