ঢাকা | বঙ্গাব্দ

ধর্ম যার যার বাংলাদেশ সবার: এ্যাড. অপু

দোয়ারে মা দূর্গা। আর তিন দিন পর শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
  • আপলোড তারিখঃ 08-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36093 জন
ধর্ম যার যার বাংলাদেশ সবার: এ্যাড. অপু ছবির ক্যাপশন: ধর্ম যার যার বাংলাদেশ সবার: এ্যাড. অপু
ad728

এমদাদুল হক,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- দোয়ারে মা দূর্গা। আর তিন দিন পর শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে রোববার (৬ অক্টোবর) কুষ্টিয়া শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দীর পরিদর্শন করেছেন সম্মলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু। এসময় এ্যাড. অপু বলেন, ধর্ম যার যার কিন্তু বাংলাদেশ আমাদের সবার। পূজামণ্ডপে গুলো নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত পেশাজীবি পরিষদ তৎপর রয়েছে। হিন্দুধর্মাবলম্বী বাংলাদেশী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শন করতে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান। মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী সবাইকে পূজার শুভেচ্ছা জানান। পূজা কমিটি এবং কুষ্টিয়া পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার নাথ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুহিন চাকি, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর