এমদাদুল হক,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-
বাউল সম্রাট লালন ফকিরের তিরোধান দিবসে বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অতিথি হয়েছেন। প্রতিবার কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অতিথি রাখলেও এবার চক্রান্ত করে কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অতিথি থেকে বাদ দেওয়ায় জরুরি সভা করেছে কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন।
আজ বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে এ জরুরি সভা করে। সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করেন যে, লালন উৎসবের সংবাদ তারা সম্পূর্ণরুপে বর্জন করবেন।
জরুরী সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু,কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ এম লিটনউজ্জামান, প্রচার সম্পাদক তৌহিদী হাসান, নির্বাহী সদস্য নুরুল কাদের, দেলোয়ার মানিক, এস এম রাশেদ, খালিদ হাসান সিপাই। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, আরাফাত হোসেন,নাব্বির আল নাফিজ, মাহফুজ আহমেদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।