নড়াইল জেলা প্রতিনিধি। অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান বাচ্চু চতুর্থবারের মতো নড়াইল জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য পুনরায় তিনি আমির নির্বাচিত হন। বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির আমির ডাঃ শফিকুর রহমান একযোগে নড়াইলসহ সারাদেশের জেলা ও মহানগর কমিটির আমিরের নাম ঘোষণা করেন। এছাড়াও তিনি কেন্দ্রীয় শূরা (পরামর্শ সভা) সদস্য নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের সম্ভান্ত পরিবারের সন্তান আতাউর রহমান বাচ্চু স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্রশিবিরের রাজনীতি শেষে তিনি ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেন। জামায়াতে যোগদানের পর প্রথমেই তিনি নড়াইল পৌরসভার ৩নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে নড়াইল সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ২০১৯ সাল থেকে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হিসেবে এখন পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। জানা যায়, আতাউর রহমান বাচ্চু খুলনার ঐতিহ্যবাহী সরকারি বিএল কলেজ থেকে বি.কম অনার্স ও এম.কম (ব্যবস্থাপনা) সম্পন্ন করেন। পরে তিনি ধানমন্ডি সেন্ট্রাল ল' কলেজ থেকে এলএলবি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। আতাউর রহমান বাচ্চু ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর ১৯৯৬-৯৭ সেশনে নড়াইল পৌরসভার ৩ নং ওয়ার্ড শিবিরের সভাপতি, ১৯৯৮ সালে নড়াইল সিটি কলেজ শিবিরের সভাপতি, ১৯৯৯-২০০১ সেশনে নড়াইল পৌরশাখার সেক্রেটারি, ২০০২ সালে নড়াইল পৌরশাখার সভাপতি, ২০০৩ সালে নড়াইল জেলা সেক্রেটারি, ২০০৪ সালে খুলনা মহানগর সোনাডাঙ্গা থানা সভাপতি, ২০০৫ সালে খুলনা মহানগর সদর থানা সভাপতি, ২০০৬ সালে খুলনা বিএল কলেজ সেক্রেটারি, ২০০৭ সালে খুলনা বিএল কলেজ সভাপতি, ২০০৮ সালে খুলনা মহানগর দপ্তর সম্পাদক, ২০০৯ সালে খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক, ২০১০ সালে মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ২০১১ সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ২০১২ সালে কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এদিকে আতাউর রহমান বাচ্চু পুনরায় জেলা আমির নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেও অনেকে শুভকামনা জানান অনেকে। এ বিষয়ে আতাউর রহমান বাচ্চু বলেন, আগামী দিনে সঠিকভাবে যাতে কাজ করে যেতে পারি, এজন্য সকলের দোয়া চাই।