নিয়ামতপুরে  শিক্ষক দিবস পালিত   ।। 

নওগাঁ প্রতিনিধিঃ

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই স্লোগানকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে  শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সে যুক্ত থেকে বক্তব্য দেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সরকারি কলেজের(ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, বামইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *