
মোঃ হাসানুর রহমান হাসু, সিনিয়র স্টাফ রিপোর্টার ।।
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি ২০২১-২০২২ এ নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া দিবসে রোকেয়ার কর্ম ও আদর্শ সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য জেলা ও উপজেলা থেকে পাঁচজন করে মোট দশজন সংগ্রামী নারীকে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর,ঝিনাইদহ এর আয়োজনে সকাল সাড়ে ১১টায় এ অনূষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে ঝিনাইদহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা শাখার চেয়ারম্যান, হরিণাকুন্ডুর কৃতি-সন্তান জেলা নারী সমাজ কল্যান সমিতির সভাপতি ও নারী নেত্রী দীপ্তি রহমান।
শুক্রবার (৯ ডিসেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য মোট দশ নারীর হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মনিরা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম রেজা পিএএ, এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম.রায়হান,অ্যাড.সালমা উয়াসমিন ,শিশু বিষয়ক কর্মকর্তা,মহিলা কমিশনার ফারহানা রেজা আন্জু,মহিলা অধিদপ্তরের কর্মকর্তা,জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা, ঝিনাইদ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,উইমেন্স ক্লাবের সভাপতি,সিও এন্জিওর কর্মকর্তাসহ সকল পর্যায়ের নারী নেত্রীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর,ঝিনাইদহ এর উপপরিচালক নিলুফার ইয়াসমিন।