নড়াইলে নড়াগাতিতে দুগ্রুপের সংঘর্ষ

নড়াইল জেলা প্রতিনিধি ।

নড়াইলে নড়াগাতিতে গ্রাম্য কোন্দলের জের ধরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ১২জন আহত হয়েছে। সোমবার (০৬ ফ্রেব্রুয়ারী) এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, কয়েকজনকে নড়াইল সদর হাসপাতাল এবং আরো উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মিটু শরিফ কে তাক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, বাবলু শেখকে নড়াইল সদর হাসপাতালে ও তিলা ফরাজিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে।

সূত্রে জানাগেছে, গ্রাম্য কোন্দলের কারণে নড়াইলের কালিয়া উপজেলার মাউলি
ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের আহাদুর খাকী এবং গফফার শেখের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল এরই জের ধরে আজ সকালে আহাদুর খাকী গ্রুপের লোকজন গফফার শেখের পক্ষের লোকেরা মো: বাবলু ফকিরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে । এসময় সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে । এখন এলাকার পরিস্থিতি শান্ত । তবে এখনো কোনো অভিযোগ করেনি কোন পক্ষ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *